শিরোনাম
১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২২

দ্বিতীয় দফার পৌর নির্বাচন ২০ মার্চ

অনলাইন ডেস্ক

দ্বিতীয় দফার পৌর নির্বাচন ২০ মার্চ

ফাইল ছবি

দ্বিতীয় দফায় দেশের ১০ পৌতারসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ মার্চ এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এই দফায় রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই বাছাই শেষে ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলভিত্তিক ভোট হয়। এতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপিসহ ২০টি দল অংশ নেয়।

বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর