১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৪১

গৌরনদীতে মটর সাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

গৌরনদীতে মটর সাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজোহার বাসষ্ট্যান্ড এলাকায় বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে কাশেমাবাদ নূরানী মাদ্রাসার ছাত্র মেহেদী হাসান (৭) নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী বেজোহার গ্রামের ব্যবসায়ী হালিম হাওলাদারে ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাহিলাড়া বাজারে বাবার দোকান থেকে নিজ বাড়ি যাচ্ছিল মেহেদী। রাস্তা পার হওয়ার সময় গৌরনদী থেকে বরিশালের দিকে যাওয়া দ্রুতগামী অজ্ঞাত মটর সাইকেলের ধাক্কায় সে ছিটকে পড়ে। মটর সাইকেলটি পালিয়ে যাওয়ার পর গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেয়ার পথে মারা যায় সে।

গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক মটর সাইকেলটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর