১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১৭

রাঙামাটিতে ডায়রিয়ায় শিশুর মৃত্যু, আক্রান্ত ৪০

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি:

রাঙামাটিতে ডায়রিয়ায় শিশুর মৃত্যু, আক্রান্ত ৪০

রাঙামাটি জুরাছড়ি উপজেলার হঠাৎ ডায়রিয়ায় অন্তত ৪০ শিশু আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বরকলক গ্রামে এঘটনা ঘটে।

নিহতের শিশুর নাম- প্রমিতা চাকমা (১)। সে দুমদুম্যা ইউনিয়নের বরকলক গ্রামের মধুরঞ্জন চাকমার কন্যা সন্তান।

স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বরকলক গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ ঘটনায় গত বৃহষ্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত ৩০ পরিবারের অন্তত ৪০ জন শিশু আক্রান্ত হয়েছে। এসময় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মধুরঞ্জন চাকমার কন্যা সন্তান প্রমিতা চাকমার মৃতু হয়। এঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া জুরাছড়ি উপজেলার বরকলক, স্কুল পাড়া, কান্দিরা, বাপছড়া, গাছতলী পাড়াসহ বেশ কয়েকটি গ্রামে ডায়রিয়া আক্রন্ত রোগির খবর পাওয়া যায়।

এ বিষয়ে বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা জানান, ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃতু হয়েছে। বর্তমানে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আর কোন রোগির মৃত্যু হয়নি।

বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর