১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:০০

নার্স লাঞ্ছিতের ঘটনায় এএসআইসহ দুই কনস্টেবল প্রত্যাহার

অনলাইন ডেস্ক

নার্স লাঞ্ছিতের ঘটনায় এএসআইসহ দুই কনস্টেবল প্রত্যাহার

গাজীপুরে হাসপাতালের নার্সদের মারধর করার ঘটনায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক এএসআই (সহকারী উপপরিদর্শক) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। 

প্রত্যাহার হওয়া এএসআইয়ের নাম মোশরাফিকুর রহমান। তবে কনস্টেবলদের নাম জানা যায়নি।

জানা যায়, গতকাল সোমবার রাতে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের সঙ্গে খারাপ আচরণ করেন এএসআই মোশরাফিকুর রহমানসহ কয়েকজন কনস্টেবল। এসময় তারা নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল ফজলকে মারধর করেন। 

এ ঘটনার পরে রাতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে ডিবি পুলিশের বিচার দাবিতে নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। আজ সকালে অভিযুক্ত ডিবি পুলিশের এএসআই মোশরাফিকুর রহমান ও দুই কনেস্টবলকে প্রত্যাহারের নির্দেশ দেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

 

বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর