১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০১

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নীলফামারীর ডিমলা উপজেলার ভারতীয় সীমান্তে তিস্তা নদীতে মাছ ধরার সময় মোশাররফ হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা।

মোশাররফ উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন চড়খড়িবাড়ি গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

৭ বিজিবি ব্যাটেলিয়ানের অধীনস্থ ডিমলা উপজেলার চরখড়িবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মহসিন আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে খবর পাওয়ার পর মোশাররফকে ফেরত আনতে ১৩ বিএসএফ ব্যাটেলিয়ানের তিস্তাবস্তী ক্যাম্প কমান্ডার বরাবরে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দুপুর দুইটা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, সোমবার রাত আট থেকে নয়টার মধ্যে তিস্তা নদীতে মাছ ধরতে যান জেলে মোশাররফ হোসেনসহ কয়েকজন। এসময় বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৯৭ নম্বর পিলারের ৫৭ নম্বর সাব পিলার অতিক্রম করেন মোশাররফ। ভারতীয় সীমান্তে প্রবেশ করায় ভারতীয় বিএসএফের তিস্তাবস্তি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করলে অন্যরা পালিয়ে আসেন।

বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব
        

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর