১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২০

বিআরটিসির নারী কর্মীর শ্লীলতাহানি, চালক আটক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিআরটিসির নারী কর্মীর শ্লীলতাহানি, চালক আটক

বগুড়ায় বিআরটিসি বাস ডিপোর চুক্তিভিত্তিক নারী কর্মচারীকে শ্লীলতাহানির অভিযোগে চালক আবুল বাশারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে পুলিশ বগুড়া শহরের খান্দার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে আশ্রয় দেয়ার অভিযোগে আরো এক দম্পতিকে আটক করা হয়েছে।
 
শ্লীলতাহানির শিকার ওই নারী বিআরটিসি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়ার ৫ দিন পরেও ব্যবস্থা কোন ব্যবস্থা না নেওয়ায় রাতেই ঘটনাটি বগুড়া জেলা পুলিশের নজরে আসে। এরপর ভোররাতে পুলিশ খান্দার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

উল্লেখ, বিআরটিসি বগুড়া বাস ডিপোর একজন মৃত বাস চালকের কিশোরী মেয়েকে মানবিক বিবেচনায় কম্পিউটার শাখায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। একই ডিপোর বাস চালক আবুল বাশার (৩৫) ওই কিশোরীকে বিভিন্ন্ প্রলোভন দিয়ে গত ৯ ফেব্রুয়ারি শহরের খান্দার এলাকায় তার বাসায় নিয়ে যায় এবং কিশোরীকে শ্লীলতাহানি করে। এ বিষয়ে বিআরটিসি বগুড়া বাস ডিপো ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দেয় এবং পরে পুলিশ ওই চালককে আটক করে।
 
বগুড়ার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফজলে ইলাহী আবুল জানান, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আবুল বাশারকে আটক করা হয়েছে।

বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর