২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪৭

অভিজিতের স্মরণে এক মিনিট নীরবতা

অনলাইন ডেস্ক

অভিজিতের স্মরণে এক মিনিট নীরবতা

২০১৫ সালের এই দিনে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে খুন হওয়া মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে এক মিনিট নীরবতায় স্মরণ করলো বইমেলা।

শুক্রবার বিকাল ৪টা থেকে মূল মঞ্চ ও মেলা প্রাঙ্গণে নীরবে দাঁড়িয়ে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে স্মরণ করা হয়। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিতকে স্মরণের এই কর্মসূচির আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিৎ রায় গত বছর বইমেলা চলাকালে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে দেশে ফিরনে। এরপর ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসী হামলায় খুন হন অভিজিৎ। তার স্ত্রী বন্যাও সন্ত্রাসীর চাপাতির আঘাতে আঙুল হারান।

বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর