৩০ মার্চ, ২০১৬ ১৪:১৯

সখীপুরে মাদক ও ইভটিজিংবিরোধী র‌্যালি ও মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

সখীপুরে মাদক ও ইভটিজিংবিরোধী র‌্যালি ও মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরের কচুয়ায় মাদক ও ইভটিজিংবিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে কচুয়া ইউনিটি হেল্প অ্যান্ড স্যোসাল ক্লাব এই কর্মসূচির আয়োজন করে।
কচুয়া উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা প্রশাসন, স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত শিক্ষার্থী নানা ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে। পরে কচুয়া বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  এ সময় বক্তৃতা করেন সখীপুর উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ, কচুয়া বণিক সমিতির সভাপতি শামসুল হকসহ অন্যরা।

সম্প্রতি কচুয়াসহ আশেপাশের এলাকায় মাদকদ্রব্যের অবাধ বিচরণে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছে। বক্তারা বলেন, মাদকের কারণে বহুল আলোচিত সোহাগী জাহান তনু মত ঘটনা যেন এ এলাকায় না ঘটে। তারা তনু হত্যারও বিচার দাবি করেন।

বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর