৩০ মার্চ, ২০১৬ ১৬:৪৬

তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ভিক্টোরিয়া কলেজ তনু মঞ্চে আজ বুধবার দিনব্যাপী বিক্ষোভ হয়। এছাড়া ভিক্টোরিয়া কলেজ থিয়েটার তনুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিলের আয়োজন করে।
এছাড়া কুমিল্লার তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাস স্টেশনে দুপুর ১২ থেকে এক ঘণ্টা মানববন্ধন করেছে গাজীপুর খান হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজের প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম, শওকত হোসেন টুলু, নজরুল ইসলাম, মেহেদী মাসুদ, আনোয়ার জাহিদের নেতৃত্বে ৫ শতাধিক শিক্ষার্থী এক ঘণ্টা মানববন্ধন করে।

তনুর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মানববন্ধন করেছে ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা কলেজ ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল। দুপুরে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের আবদুল মতিন খসরু মহিলা কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, আবদুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস, সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুসসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

গত ২০ মার্চ রাতে তনুকে কুমিল্লা সেনানিবাস এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ সন্ধ্যায় তাকে গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন ২১ মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তনু হত্যার ঘটনায় প্রায় ১০ দিন অতিবাহিত হতে চললেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর