৩০ মার্চ, ২০১৬ ১৭:০২

মাইক্রোবাসের ধাক্কায় শিশু আহত, বরিশাল-ঝালকাঠী মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

মাইক্রোবাসের ধাক্কায় শিশু আহত, বরিশাল-ঝালকাঠী মহাসড়ক অবরোধ

মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু আহত হওয়ার ঘটনায় বরিশাল-ঝালকাঠী মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

বুধবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে তারা।

এদিকে দুর্ঘটনার পরপরই আহত শিশুটিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সৈয়দ বাবু জানান, বরিশাল-ঝালকাঠী মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস ওই শিশুকে ধাক্কা দেয়। এতে অজ্ঞাত পরিচয়ের শিশুটি সিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটি পুড়িয়ে দেয়ার চেষ্টা করে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটিসহ কয়েকটি যানবাহন ভাংচুর করে এবং মহাসড়কের ওই স্থানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় ১ ঘন্টা মহাসড়ক বন্ধ থাকায় দুই প্রান্তে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। পরে ঝালকাঠী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর