১১ এপ্রিল, ২০১৬ ১৭:২৩

চুয়াডাঙ্গায় সরকারি ভবনে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মিলেছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় সরকারি ভবনে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মিলেছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত শহর দর্শনায় নির্মাণাধীন উদ্ভিদ সঙ্গনিরোধ (শস্য জীবানুমুক্তকরণ) কেন্দ্রের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ দেওয়ার সত্যতা পেয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের তদন্তদল। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান তদন্ত করে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণাধীন ওই ভবনের লুপ ঢালাইয়ে রড না দিয়ে কাটা বাঁশ (কাবারি বা চটা) এবং খোয়ার পরিবর্তে পরিত্যক্ত সুরকিসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করার সত্যতা পাওয়া গেছে। অন্যদিকে কেন্দ্রীয়ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন সদস্যের তদন্তদল রবিবার তাদের তদন্ত শেষ করলেও এখনও প্রতিবেদন দাখিল করেনি।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়, গত ৭ এপ্রিল সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গত ১০ এপ্রিল তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেন (স্মারক নং-০৫.৪৪.১৮৩১.০০০.৮৯.০০২.১৬-৩৮০ তারিখ ১০-০৪-১৬)।
প্রতিবেদন প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, প্রতিবেদনটি ফরোয়াডিংসহ খুলনা বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হয়েছে।
 
এদিকে, নির্মাণকাজ তদন্ত করার জন্য তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি আলাদাভাবে রবিবার তাদের তদন্তকাজ শেষ করেছে। খামারবাড়ি ঢাকার উদ্ভিদ সঙ্গনিরোধ উইং এর পরিচালক সৌমেন সাহা ছিলেন ওই তদন্ত কমিটির প্রধান। সদস্যদ্বয় ছিলেন, ফাইটো স্যানিটরি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্পের বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে।

ওই কমিটি তদন্তকাজ শেষ করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন দেয়নি। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাব্যবস্থাপক হামিদুর রহমান বলেন, সোমবার ঢাকার আরও একটি টিম দর্শনায় নির্মাণাধীন ওই ভবন পরিদর্শন করছেন। তাদের পরিদর্শনের পর এবং তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বিস্তারিত বলা সম্ভব হবে।


বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর