১১ এপ্রিল, ২০১৬ ১৭:৩০

অপহরণের ১৪ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

অপহরণের ১৪ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা ছাত্রীর

অপহরণের ১৪ দিন পরও সন্ধান মিলেনি বগুড়ার শাজাহানপুরের পারতেখুর দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী নূরজাহান আক্তার জুঁথীর।

উপজেলার বীরগ্রাম উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গত ২৯ মার্চ রাত পৌনে ১২টার দিকে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় আদালতে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা হাসান আলী।

মামলা সূত্রে জানাগেছে, মাদ্রাসায় যাতায়াতের পথে জুঁথীকে প্রায়ই কুপ্রস্তাব দিত উপজেলার পারতেখুর পশ্চিমপাড়া গ্রামের এনায়েত আলীর পুত্র ইউসুফ (২০)। এ বিষয়ে ইউসুফের বাবা-মা’র কাছে অভিযোগ করেন জুঁথীর অভিভাবকেরা। বাবা-মা'র কাছে নালিশ করায় ইউসুফ ক্ষুব্ধ হয়ে উঠে এবং গত ২৯ মার্চ গভীর রাতে জুঁথীকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে। জুঁথীকে ফেরত পেতে ইউসুফের পরিবারের সাথে যোগাযোগ করেন বাবা হাসান আলী। আলাপ আলোচনার মাধ্যমে জুঁথীকে ফেরত না দেওয়ায় গত ৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি মামলা দায়ের করেছেন।  

বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর