২৯ এপ্রিল, ২০১৬ ১৮:৩৭

গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গৃহবধু খাদিজা বেগম সুজিনাকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ এনে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও গ্রামবাসী। আজ বিকেল ৩ টায় উপজেলা সদরের বাসিয়া ব্রীজে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে দাবি করা হয়, স্বামী প্রবাসে থাকায় ঐ পরিবারের অন্যরা নির্যাতন করে বিষ প্রয়োগে সুজিনাকে হত্যা করে। সুজিনা উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ (রমজানপুর) গ্রামের প্রবাসী করম আলীর ন্ত্রী ও একই গ্রামের ছাইদুর রহমানের মেয়ে। 

গত ২৬ এপ্রিল রাত ১১ টায় জোরপূর্বক তার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে ঐ রাতেই সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুজিনার পিতা বাদী হয়ে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজিনার মামা আশরাফ উদ্দিন, ভগ্নিপতি জুনেদ আহমদ, গ্রামের ইকবাল হোসেন, সাইফুর রহমান, ওমর আলী, মুরসালিন, রায়হান, শওকত হোসেন, নিজাম উদ্দিন, আনোয়ার আলী রাজা, আনোয়ার হোসেনসহ অর্ধ শতাধিক গ্রামবাসী।

 

বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/ হিমেল-২৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর