২৯ এপ্রিল, ২০১৬ ২৩:২০

চাল কিনে বাড়ি ফেরা হলো না রিমনের

রিয়াজুল ইসলাম, দিনাজপুর:

চাল কিনে বাড়ি ফেরা হলো না রিমনের

পরিবারের লোকজন অপেক্ষায় আছে ছেলে রিমন (১১) সরকারীভাবে খোলা বাজারে বিক্রয় হওয়া স্বপ্ল মূল্যের চাল কিনে বাড়ি ফিরবেন। এরপর হবে রান্না। কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রিমন যখন বাড়ি ফিরলেন তখন তার প্রাণহীন নিথর দেহটি দেখে শুধু পরিবারের লোকজন নয়, কেঁদেছে পুরো গ্রাম।
কারণ চাল কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে রিমন।

শুক্রবার দুপুর দিনাজপুরের বিরামপুর উপজেলার কলাবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রিমন বিরামপুর উপজেলার কৃষ্ণ চাঁদপুর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।

রিমনের বাবা রশিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বাড়ির পার্শ্বে কলাবাগান মোড় হতে  তিনি সরকারীভাবে খোলা বাজারে বিক্রয় হওয়া স্বপ্ল মূল্যের চাল কিনতে রিমনকে পাঠান। চাল কিনে ফিরছিল রিমন। সে পথে দিয়ে একটি ট্রাক্টর মাটি কাটার মেশিন নিয়ে যাচ্ছিল। কিন্তু রিমন বাড়ির খুব কাছাকাছি আসার পর সেই ট্রাক্টরটি মেশিনসহ তার উপর উল্টে যায়। এতে ট্রাক্টরে থাকা মেশিন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রিমন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি আমাদের বেশ শোকাহত করেছে।

বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর