১ মে, ২০১৬ ১১:৩৭

হিজলায় ১০ লাখ চিংড়ি রেনু জব্দ

অনলাইন ডেস্ক

হিজলায় ১০ লাখ চিংড়ি রেনু জব্দ

বরিশাল জেলার হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলার ভর্তি ১০ লাখ গলদা চিড়িং রেনু জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার দিবাগত রাত আড়াইটায় এসব রেনু জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড গোয়েন্দা স্টাফ আ. ছাত্তার।

তিনি জানান, মেঘনা নদীতে অভিযান চালানোর সময় সন্দেহ হলে তারা ট্রলারটি আটক করেন। কিন্তু কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারের লোকজন ট্রলারটিকে পাড়ে ভিড়িয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩২টি পাতিল ও ৫টি ড্রাম ভর্তি ১০ লাখ গলদা চিড়িং রেনু পোনা জব্দ করা হয়।

এদিকে, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, রবিবার সকালে ট্রলার ভর্তি গলাদা চিড়িং রেনু বরিশালে আনা হলে কীর্তনখোলা নদীতে ছেড়ে দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর