২ মে, ২০১৬ ১৮:১২

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বাকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি

ময়মনসিংহ প্রতিনিধি:

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বাকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ.এফ.এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। সোমবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি পালিত হয়।

পরে দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বাকৃবি শিক্ষক সমিতি। এ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের প্রায় সবগুলো ক্লাস বন্ধ ছিল।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাশেম, অধ্যাপক ড.খন্দকার শরীফুল ইসলাম, অধ্যাপক ড.মো.রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. মনোরঞ্জন দাস, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, আধ্যপক ড. মো. আরিফুল ইসলাম প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা শিক্ষক হত্যায় জড়িতদের শনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জনান।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর