২ মে, ২০১৬ ১৮:৩০

বগুড়ায় স্বামীর নির্যাতনে চোখ হারাতে বসেছে স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় স্বামীর নির্যাতনে চোখ হারাতে বসেছে স্ত্রী

বগুড়ার সোনাতলায় যৌতুকের দাবিতে মাজেদা বেগম (৩৬) নামের এক গৃহবধূকে বেদম মারপিট করেছে তার স্বামী। এতে তাঁর একটি চোখ নষ্ট হতে বসেছে। পুলিশ স্ত্রী নির্যাতনকারী স্বামী শাবলু মণ্ডলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামের মোসলেম উদ্দিন বেপারীর কন্যা মাজেদা বেগমের (৩২) প্রায় একযুগ আগে একই উপজেলার তালতলা রাখালগাছী গ্রামের মোকাম্মেল মন্ডলের ছেলে শাবলু মণ্ডল (৪০) এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ে-জামাইয়ের সুখের জন্য ৭০ হাজার টাকা ও পরবর্তীসময়ে আরও এক লাখ টাকা দিয়েছিলেন। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে মিল্লাত হোসেন (৭) ও মাছুম বিল্লাহ (৪) জন্ম হয়। মাঝে আবার যৌতুকের লোভ হয় স্বামীর। আর এ কারণেই স্ত্রী মাজেদা বেগমের উপর কারণে-অকারণে নির্যাতন চালায়। এরই এক পর্যায়ে রবিবার বিকেলে বাবার বাড়ি থেকে আবার টাকা আনতে বলে। এতে সে অস্বীকৃতি জানালে তাকে বেদম মারপিট করা হয়। এতে তার বাম চোখে মারাত্মক আঘাত লাগে। এতে তার বাম চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ সোমবার ভোরে শাবলু মণ্ডল (৪০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।  

বিডি-প্রতিদিন/ ০২ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর