২ মে, ২০১৬ ২০:১৮

ভারতে সাজাভোগের পর দেশে ফিরলো ৬ বাংলাদেশি

রিয়াজুল ইসলাম, দিনাজপুর:

ভারতে সাজাভোগের পর দেশে ফিরলো ৬ বাংলাদেশি

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ছয় বাংলাদেশি শিশু-কিশোর দেশে ফিরেছেন। সোমবার দুপুরে ভারতহিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. নাজির হোসাইন বাংলাহিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান রফিকের নিকট তাদেরকে ফেরত দেন। এরপর তাদেরকে যার যার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা শিশু-কিশোররা হলো- জেলার ঘোড়াঘাট উপজেলার পাঁচপীর গ্রামের ধলু মিয়ার ছেলে নাইম (১০), পার্বতীপুর উপজেলার রোস্তমনগর এলাকার দেলোয়ারের ছেলে রাসেল (১৩), গুলশান নগর এলাকার জিয়া উদ্দিনের ছেলে কালু মিয়া (১৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহেনদারোদী গ্রামের রেজাউল ব্যাপারীর ছেলে নান্নু (১৪), শরিয়াতপুর জেলার শখিপুর উপজেলার চরপায়াতলী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে হাসিবুল (১৬) ও ঠাকুরগাঁও সদরের গড়েয়া গ্রামের বিষুরাম মুরমুর ছেলে কমল মুরমু (১৪)।

হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জমান সাংবাদিকদের জানান, ফেরতকৃত শিশু-কিশোররা ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে সে দেশের সীমান্ত রক্ষা বাহিনীর হাতে আটক হয়। এরপর সে দেশের আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার 'শুভায়ন হোম' নামক শিশু-কিশোর আশ্রয় কেন্দ্রে নিরাপদ হেফাজতে রাখার পর সকল আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে দেশে ফেরত দিয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর