২ মে, ২০১৬ ২২:১৯

বরিশালে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

বরিশালে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বরিশালে মাদক মামলায় কহিনুর বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

সোমবার জননিরাপত্তা অপরাধ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কহিনুর বেগম মাগুরা জেলার নান্দুয়ানী মধ্যপাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী।

আদালতের বেঞ্চ সহকারী ফিরোজ উল ইসলাম জানান, ২০১৩ সালের ২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকা থেকে ২৭ বোতল ফেনসিডিলসহ কহিনুর বেগমকে আটক করেন ডিবি পুলিশ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই শাখাওয়াত হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর ডিবির উপপরিদর্শক (এসআই) বৈশি বিশ্বাস ওই বছরের ১৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত ১১ জনের সাক্ষগ্রহণ শেষে সোমবার এ রায় দেন।

বিডি-প্রতিদিন/ ০২ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর