৩ মে, ২০১৬ ০৯:৪১

বীরগঞ্জে পিকআপ উল্টে শ্রমিক নিহত

রিয়াজুল ইসলাম, দিনাজপুর:

বীরগঞ্জে পিকআপ উল্টে শ্রমিক নিহত

দিনাজপুরের বীরগঞ্জে পণ্যাবাহী পিকআপ ভ্যান উল্টে সন্তোষ দাশ (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তারা হলেন দুলাল রায় (২৯) এবং পবিত্র রায় (২৬)।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের শালবন চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সন্তোষ দাশ জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বড়কালা গ্রামের কঞ্চিয়া দাশের ছেলে। আহদের বাড়ি কাহারোল উপজেলার ভবাণীপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা শ্রমিক নেতা মো. দ্বীন ইসলাম জানান, ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি পণ্যবাহী পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-০৪৬৩) ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের শালবন চেকপোস্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সন্তোষ দাশ মারা যান। এছাড়া দু'জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত পবিত্র রায় জানান, ১৫ দিন আগে ঢাকার লক্ষীপুর এলাকায় ধান কাটতে যাই। কাজ শেষে সোমবার রাতে ঢাকা হতে জন প্রতি ২ শত টাকায় পৌঁছে দিবে এই শর্তে পিক্যাবভ্যানটি করে বাড়ির পথে যাত্রা করি। পথিমধ্যে বগুড়া অতিক্রমের পর চালক মাঝে মাঝে ঘুমিয়ে পড়তে থাকেন এবং গাড়িটি একে বেঁকে উল্টে যাবার উপক্রম হয়। চিৎকার করে চালককে সচেতন করি। যাত্রার শেষ মুহূর্তে যখন বাড়ি ফেরার আনন্দে মশগুল তখন বীরগঞ্জ শহরে এসে চালক আবার ঘুমিয়ে পড়েন এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক আছে।

বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর