৩ মে, ২০১৬ ১৯:০৭

খাগড়াছড়িতে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' পালিত

'ফ্রিডম অব ইনফরমেশন এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট' -প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী আতাউর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, দীলিপ চৌধুরী, আবু তাহের মুহাম্মদ, মুহাম্মদ আবু দাউদ, চিংমে প্রু মারমা। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটু।

বক্তারা, দেশ ও বিদেশে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন। একইভাবে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) শহরে এক র‌্যালি বের করে এবং পরে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন সভাপতি নুরুল আজম, সাংবাদিক প্রদীপ চৌধুরী ও সৈকত দেওয়ান।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর