৪ মে, ২০১৬ ১৮:০৫

রাঙামাটিতে জনসংহতি সমিতির বিক্ষোভ

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি:

রাঙামাটিতে জনসংহতি সমিতির বিক্ষোভ

বান্দরবান ইউপি নির্বাচনে সহিংসতার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনটি উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এসময় রাঙামাটি জেলা জনসংহতি সমিতির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা, মহিলা সমিতির সভানেত্রী সুপ্রভা চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি তোয়েন চাকমা, কেন্দ্রীয় পিসিপি’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৩ এপ্রিল বান্দরবানে ইউপি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ পূর্ব-পরিকল্পনা অনুযায়ী শত শত জাল ব্যালট পেপার ছাপিয়ে প্রশাসনের যোগসাজশে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি উৎসবে মেতে উঠে। সরকারের মদদ পুষ্ঠ ছাত্রলীগ-যুবলীগের তান্ডবে সাধারণ ভোটাররা কেউ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ পিসিসি’র নেতাকর্মীদের পিটিয়ে মারাত্মক জখম ও আহত করেছে।

বক্তারা অবিলম্বে বান্দরবান জেলায় ইউনিয়ন পরিষদগুলোতে পুর্নরায় নির্বাচন দাবি জানান।

বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর