৪ মে, ২০১৬ ১৯:২৬
সেবাইতের বিরুদ্ধে ষড়যন্ত্র

মোরেলগঞ্জে মতুয়া মহাসংঘের সাংবাদিক সম্মেলন

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে মতুয়া মহাসংঘের সাংবাদিক সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মতুয়া মহাসংঘের আয়োজনে আজ বুধবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহাসংঘের কেন্দ্রীয় সহসভাপতি শ্রীধাম ওড়াকান্দির সেবাইত সুব্রত ঠাকুর। মোরেলগঞ্জের শ্রীধাম লক্ষীখালীর গদিনাশিন সেবাইত সাগর সাধু ঠাকুরকে হয়রানির উদ্দেশে দায়ের করা অভিযোগের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মহাসংঘের আন্তঃউপজেলা সভাপতি সুখরঞ্জন হালদার।

বক্তব্যে বলা হয়, লিটন নামে ভুয়া পরিচয়ধারী জনৈক ব্যক্তি বাগেরহাট জেলা প্রশাসকের নিকট সাগর সাধু ঠাকুরের বিরুদ্ধে লক্ষীখালীর মেলায় স্নানোৎসবের নামে ভক্ত ও দোকানিদের নিকট থেকে লাখ লাখ টাকা তুলে আত্মসাতের অভিযোগ তোলেন। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ওই অভিযোগের তদন্ত করেন। তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে ইউএনও জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে জিয়ানগর, শরণখোলা, গোপালগঞ্জ, মির্জাগঞ্জ, বরিশাল, ভান্ডারিয়া, খুলনা, পিরোজপুরসহ বিভিন্ন এলাকা থেকে মহাসংঘের ভক্তরা সমবেত হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচীব প্রভাশ চন্দ্র বিশ্বাস, আন্তঃউপজেলা সেক্রেটারী উপেন্দ্রনাথ বিশ্বাস, মহাসংঘ নেতা রতন কুমার মিত্র, গোপাল চন্দ্র বেপারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত।

বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর