৪ মে, ২০১৬ ২০:১৮

'জঙ্গি কানেকশনে সমর্থন বাতিল করলো আ'লীগ'

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

'জঙ্গি কানেকশনে সমর্থন বাতিল করলো আ'লীগ'

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুস সালামের দলীয় মনোনয়পত্র বাতিল করেছে আওয়ামী লীগ।

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া এই নেতার মনোনয়পত্র বাতিল করা হয়। দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ নির্বাচনের উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘এ সংক্রান্ত একটি আদেশ মঙ্গলবার রাতে আমাদের কাছে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা যায়, বাগমারায় তালিকাভুক্ত শীর্ষ জেএমবি সদস্য আবদুস সালাম। গোয়ালকান্দি ইউনিয়ন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক পান। বাংলাভাইয়ের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় তিনি পরিচিত। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর সরকার। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর সরকারের বিরুদ্ধেও জঙ্গি সংশ্লিষ্টার অভিযোগ আছে। গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের আলমগীর সরকারের বাড়িতে ছিল জেএমবির মিডিয়া সেন্টার।

আবদুস সালাম অবশ্য দাবি করেছেন এবিষয়ে দল থেকে তাকে কিছু জানানো হয়নি। তিনি প্রার্থী ছিলেন, এখন আছেন।

বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর