৫ মে, ২০১৬ ১৭:০৭
৪ দফা দাবিতে

রাঙামাটি কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের মানববন্ধন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি


রাঙামাটি কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের মানববন্ধন

বাংলাদেশ কৃষি ডিপ্লোমাবিদদের দ্বিতীয় শ্রেণি পদমর্যাদাসহ ৪ দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ। 

বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে সংগঠনটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি কৃষি ইনস্টিটিউটটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

রাঙামাটি কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ, অনিল চাকমা প্রমুখ।

বক্তারা কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণির পদপর্যাদা দিয়ে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ ও শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ নেতারা।


বিডি-প্রতিদিন/ ০৫ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর