৫ মে, ২০১৬ ১৮:০৮

পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:

পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

লালমনিরহাটের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামে পুকুরের পানিতে ডুবে বৃহস্পতিবার দুপুর ২টায় একই পরিবারের মীম (১১), কুসুম (৮) ও নায়েম (৯) নামের ৩ শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। 

নিহতের পরিবার ও হাসাপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোকুণ্ড ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামের আপন দুই ভাই মিন্টু মণ্ডলের স্কুলপডুয়া ২ কন্যাশিশু মিম ও কুসুম এবং ইকবাল মণ্ডলের শিশুপুত্র নায়েম দুপুরে প্রতিবেশি আলতাফ আলীর পুকুরের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এলাকাবাসী অনেক খোঁজাখোঁজির দেড় ঘণ্টা পর ওই পুকুরের এক জায়গায় নিখোঁজ ৩ শিশুর দেহ ভেসে ওঠে। পরে তাৎক্ষণিক এলাকাবাসী ৩ শিশুকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পরে বিকাল সাড়ে ৩টায় লালমনিরহাট ফায়ার সার্ভিসের গাড়িতে ওই ৩ শিশুর লাশ তাদের বাড়িতে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। 

একই পরিবারের ৩ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ৩ শিশু স্থানীয় তালুক মৃতিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছিল। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 


বিডি-প্রতিদিন/ ০৫ মে, ২০১৬/ ​সালাহ উদ্দীন/ আফরোজ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর