৫ মে, ২০১৬ ২০:৪৫

ইবির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি:

ইবির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ভিসিপন্থী কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন প্রো-ভিসির পিএস আব্দুল হান্নান ও ট্রেজারার অফিসের সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন খান। 

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ওই দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দিয়েছেন বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।  

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত হবার কারণে দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্মকর্তাকে মারধোর, অফিস ভাংচুর ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে।’ 

তিনি আরও বলেন, মারধরের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। এ কমিটি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত বরখাস্তের আদেশ বহাল থাকবে।’ 

গতকাল বুধবার প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমানের অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে আগত ভিসিপন্থী কর্মকর্তাদের উপর হামলা চালায় প্রো-ভিসিপন্থী কর্মকর্তারা। এতে পাঁচ জন কর্মকর্তা আহত হন। এই হামলার ঘটনায় আলমগীর হোসেন খান ও আব্দুল হান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 


বিডি-প্রতিদিন/ ০৫ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর