শিরোনাম
৬ মে, ২০১৬ ১৬:৪৪

নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নাটোর প্রতিনিধি:

নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নাটোরের গুরুদাসপুর উপজেলার মামুদপুর গ্রামে শরিফা খাতুন (২২) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূ শরিফা খাতুন।

লিখিত অভিযোগে শরিফা উল্লেখ করেন, দুই বছর আগে একই গ্রামের মাসুদুল হকের সাথে তার বিয়ে হয়। কিছুদিন তাদের ভালই চলচ্ছিল সংসার। গত এক বছর ধরে তার প্রবাসী বাবার কাছে ২ লাখ টাকা যৌতুকের দাবি করে মাসুদুল হক ও তার আগের স্ত্রী নাজমুল নাহার নিপা। 

এ ঘটনায় শরিফার উপর নির্যাতন শুরু করেন মাসুদ ও তার প্রথম স্ত্রী নিপা। একপর্যায়ে তাকে হাসপাতালে ভর্তিও হতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার বলেন, অভিযোগটি মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন তদন্ত করছেন।

তবে যৌতুক দাবি ও নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুদ।

 

 

 

বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর