৬ মে, ২০১৬ ১৮:২১

বগুড়া নবাববাড়ি রক্ষায় সরকারি উদ্যোগ, মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়া নবাববাড়ি রক্ষায় সরকারি উদ্যোগ, মিষ্টি বিতরণ

বগুড়ার নবাববাড়ি সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগের খবরে শুভেচ্ছা সমাবেশ করেছে বগুড়ার ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটি। আজ সকালে শহরের সাতমাথায় বগুড়া ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটির আয়োজনে শুভেচ্ছা সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করেন রক্ষা কমিটির নেতৃবৃন্দ। 

সমাবেশ থেকে নবাববাড়ির জায়গা দ্রুত সরকারি নিয়ন্ত্রণে নিয়ে সংরক্ষেণের দাবি জানানো হয় এবং সরকার জায়গাটি রক্ষার উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানানো হয়। 

বগুড়ার ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাহফুজুল হক দুলু, যাহেদুর রহমান যাদু, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আব্দুর রহিম বগরা, আব্দুস সালাম বাবু, আমজাদ হোসেন মিন্টু, জে এম রউফ, আবু সাঈদ সিদ্দিকী, সাদেকুর রহমান সুজন, আব্দুল্লাহেল কাফি তারা, সাজেদুর রহমান ঝিলাম, জাহেদুর রহমান মুক্তা, আব্দুর রহমান টুলু, এইচ আলিম, সাজেদুর রহমান সিজু, রাজু আহম্মেদ, মিজানুর রাশেদ রাব্বী, শহিদুল ইসলাম সাগর, রেজাউল বারী দীপন, মির্জা আহসানুল হক দুলাল, আজিজার রহমান তাজ, সুকুমার দাস, ময়নুল হক বকুল, সিজুল ইসলাম, তারেক হাসান পাপ্পু, প্রমুখ।

বক্তারা নবাববাড়িসসহ বগুড়ার অন্যান্য ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত স্থাপনা রক্ষায় সরকারের প্রতি দাবি জানান। পাশাপাশি অবিলম্বে নবাববাড়িকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে সংরক্ষণেরও দাবি জানান। 

পরে বগুড়াবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেন রক্ষা কমিটির নেতারা।

 

 

 

 


বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-২৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর