২৪ মে, ২০১৬ ২২:০২

খুলনায় ধসে পড়ল হাসপাতালের ছাদ

অনলাইন ডেস্ক

খুলনায় ধসে পড়ল হাসপাতালের ছাদ

খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এ সময় ওই ওয়ার্ডে ১৮ জন রোগী ভর্তি ছিল। এতে তিন রোগী আহত হলেও অন্যরা রক্ষা পেয়েছেন।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রোগীদের অন্য ভবনে সরিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা আকস্মিকভাবে ধসে পড়ে। এ সময় কক্ষটিতে ভর্তি থাকা উপজেলার গাওঘরা গ্রামের ফজর আলী (৮০), বিরাট গ্রামের মোয়াজ্জেম (৪২) ও সদর উপজেলার হেতালবুনিয়া গ্রামের হেমায়েত শিকদারের (৪৫) মাথায় আঘাত লাগে।

এ ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাদের পাশের নির্মিতব্য ৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তা ডা. রমেন্দ্রনাথ বিশ্বাস বলেন, তিনি ছুটিতে আছেন। তবে ঘটনা শুনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর