২৫ মে, ২০১৬ ১৬:৪০

চাঁপাইনবাবগঞ্জে আম উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আম উৎসব

প্রশাসনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন থেকে চাঁপাইনবাবগঞ্জের বাজারে পাওয়া যাবে বিষমুক্ত আম। এই উপলক্ষ্যে আজ বুধবার সকালে গোমস্তাাপুর উপজেলার রহনপুরে আমবাজার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। অপরদিকে বিকেল ৪টায় জেলা শহরের শান্তি মোড়ে আম উৎসব পালিত হয়। জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম এই উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলার আম ব্যবসায়ীরা এবার আমে কোনোরকম রাসায়নিক দ্রব্য না মেশানোর অঙ্গীকার করে বিষমুক্ত আম বাজারজাত করণে রাসায়নিকের নামে কোনো হয়রানি না করার আহবান জানিয়েছেন। এসময় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম জানান, জেলার আম পরিবহনে কোনো রকম হয়রানি না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আমবাজারে গোপালভোগ আম ১৫শ’ থেকে ১৭’শ টাকা মণ দরে বিক্রি হয়েছে। উল্লেখ্য, জেলায় প্রায় সাড়ে ২৪ হাজার হেক্টর আমবাগানে প্রায় দুই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর