২৫ মে, ২০১৬ ১৭:৩২

মাদ্রাসার ছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দিয়েছে শিক্ষক

মাাগুরা প্রতিনিধি:

মাদ্রাসার ছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দিয়েছে শিক্ষক

মাদ্রাসায় যেতে দেরি হওয়ায় ওমর আলী (৯) নামে এক ছাত্রের হাতে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দিয়েছে এক মাদ্রাসা শিক্ষক।

ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার নরসিংহাটি হাফেজিয়া মাদ্রাসায়।

জানা গেছে, ওমর আলী নরসিংহাটির বিল্লাল হোসেনের ছেলে। ওই মাদ্রাসার হাফেজী কোরআন শিখছে। প্রতিদিন খুব ভোরে মাদ্রাসায় যেতে হয়। সকাল ৯ টার দিকে খাবার খেতে ৩ ঘন্টার ছুটি দেয়া হয়। কিন্তু অসুস্থ দাদার জন্য খাবার তৈরি করতে গিয়ে ওমর আলীর মায়ের দেরি হওয়ায় তার খাবার খেয়ে আসতে দেরি হয়। এ কারণে সে দুপুরে ১ ঘন্টা দেরিতে মাদ্রাসায় পৌঁছে। এ সময় মাদ্রাসা শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ তার মাদ্রাসা কক্ষে কাপড় ইস্ত্রি করছিল। ওমর আলীকে দেখতে পেয়ে সে রাগে হাতে থাকা গরম ইস্ত্রি ডান হাতের তালুতে চেপে ধরে। তাকে বেশ খানিক জায়গায় ফোসকা পড়ে। এ অবস্থায় ওমর আলী সেখানে রাত পর্যন্ত ক্লাস করে। পরে রাত ৯ টার দিকে বাড়িতে ফিরে মা-বাবাকে বিষয়টি জানালে তারা ছেলে ওমরকে কাটাখালী বাজারে স্থানীয় ডাক্তার শিমুল হোসেনের দোকানে নিলে বিষয়টি জানাজানি হয়।

ওমর আলীর মা উর্মী খাতুন ও বাবা বিল্লাল হোসেন জানান, তার বিষয়টি মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি তারিকুল ইসলামকে জানিয়েছেন। সভাপতি তারিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আমরা বিকালে সভা ডেকে তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেব’।

অভিযুক্ত শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ বলেন, ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটেনি। ভয় দেখাতে গিয়ে তালুতে লেগে গেছে।

বিডি-প্রতিদিন/ ২৫ মে ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর