২৫ মে, ২০১৬ ১৮:৩২

বড়াইগ্রামে ২ হাজার বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

নাটোর প্রতিনিধি:

বড়াইগ্রামে ২ হাজার বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড় থেকে বুধবার বিকালে ২ হাজার বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় চালক ও অন্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানার এসআই শহীদ ও এসআই মাসুদ করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের থানার মোড়ে তল্লাশি বসায়। এ সময় ঢাকামুখী একটি কালো রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো ব ১২-৫০৮৪) সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে। প্রাইভেটকারটি ধাওয়া খেয়ে প্রায় দুই কিলোমিটার দুরে রাজ্জাক মোড়ে মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় চালক কারটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি করে মোট ২ হাজার বোতল ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করে থানায় যায়।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গাড়ির মালিকের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিডি-প্রতিদিন/ ২৫ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর