২৫ মে, ২০১৬ ১৯:১৪

সিরাজগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জে কাল বৈশাখী ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার বিকেল চারটার দিকে জেলা শহর ও আশপাশের এলাকার উপর এ ঘূর্ণিঝড় বয়ে যায়। ঝড়ে শহরের মিরপুর ওয়াপদা বাঁধ এলাকায় একটি টুইস্টিং মিলসহ কয়েটি টিনের ঘর উড়ে যায়। উড়ে যাওয়া টিনগুলো বিদ্যুতের পিলারের সাথে আটকে থাকে। ঝড় থেমে গেলে উৎসুক মানুষ সেখানে ভীড় জমায়।

শহরের চন্ডিদাস গ্রামের ইব্রাহীম হোসেন জানান, দক্ষিণ থেকে আসা কাল বৈশাখী ঝড় চন্ডিদাস গ্রামের উপর দিয়ে বয়ে যায়। ঘূর্ণিঝড়ে গ্রামের গোলাম মওলা, হযরত আলীসহ অনন্ত ২০টি বাড়ি ঘরের টিন উপড়ে গেছে। অর্ধশতাধিক বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে। এছাড়াও বড় ইউক্যালিপটাসসহ বড় বড় গাছ ভেঙ্গে গেছে।

বিডি-প্রতিদিন/ ২৫ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর