২৫ মে, ২০১৬ ১৯:৪৩

বগুড়ার ‌‌'নওয়াব প্যালেস'কে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ‌‌'নওয়াব প্যালেস'কে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা

বগুড়ার ঐত্যিহবাহী 'নওয়াব প্যালেস'কে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে বিজ্ঞপ্তি টানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বিক্রি হয়ে যাওয়া এ প্যালেস সরকারিভাবে সংরক্ষণের সিদ্ধান্তের পর আজ বুধবার সেখানে নীল রঙের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক পরিচালকের পক্ষ থেকে মোহাম্মদ আলী প্যালেসের প্রধান গেটে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার এ বিজ্ঞপ্তি টানিয়ে দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনোরকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে, এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর লিখলে বা খোদাই করলে, কোনো চিহ্ন বা দাগ কাটলে, ১৯৬৮ সালের ১৪ নম্বর পুরাকীর্তি আইনের ১৯ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবেন।’

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, ‘প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়ামে (নওয়াব প্যালেস) গেজেটের কপি ও নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মোহাম্মদ আলী প্যালেস সরকারিভাবে সংরক্ষণের সিদ্ধান্তের গেজেট হাতে পেয়েছি। এখন এটি সংরক্ষিত পুরাকীর্তি। ’

প্যালেসের একজন কর্মচারী জানান, বেলা সাড়ে ১১টার দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের লোকজন এসে নোটিশ ও গেজেটের ফটোকপি টানিয়ে যান।


বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৬/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর