২৭ মে, ২০১৬ ১০:৫৮

পশুর নদী থেকে ২৫ জেলেকে অপহরণ

শেখ আহ্সানুল করিম, বাগেরহাট :

পশুর নদী থেকে ২৫ জেলেকে অপহরণ

মুক্তিপণের দাবিতে মংলার সুন্দরবন সংলগ্ন পশুর নদী থেকে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

জেলে-মহাজন সূত্র জানায়, শুক্রবার ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের পশুর নদীর জোংড়া ও মরাপশুর এলাকায় নেট জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিল জেলেরা। এ সময় ওই এলাকায় জেলেদের উপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। বনদস্যুরা মুক্তিপণের দাবিতে জেলে বহর থেকে ২৫ জেলেকে অপহরণ করে বনের গহীনে নিয়ে যায়। পরে বনদস্যুরা অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ জনপ্রতি ৫০ হাজার টাকা দাবি করেছে বলে জানায় অন্য জেলেরা।

অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের মংলার জয়মনি, চিলা, সুন্দরতলা ও রামপাল এলাকায়। মংলা কোস্টগার্ড অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর