২৮ মে, ২০১৬ ১৮:৩৮

বাবা হওয়ায় রেলমন্ত্রীর নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

বাবা হওয়ায় রেলমন্ত্রীর নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ

ফাইল ছবি

রেলমন্ত্রী মুজিবুল হক কন্যা বাবা হওয়ার সংবাদটি তার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রামে পৌঁছানোর সাথে সাথে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এসময় নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ায়ে আনন্দ উৎসব করতে দেখা গেছে।

চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে বলেন, চৌদ্দগ্রামের গণমানুষের নেতা রেলমন্ত্রী মুজিবুল হক কন্যা সন্তানের বাবা হওয়ায় পৌরসভাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

প্রসঙ্গত, জীবনের সিংহভাগ সময় একাকী কাটিয়ে ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে রেলমন্ত্রী মুজিবুল হক বিয়ে করেন কুমিলা জেলার চান্দিনার মেয়ে হনুফা আক্তার রিক্তাকে (৩২)। এই বিয়ে নিয়ে দেশজুড়ে তুমুল আলোড়ন তৈরি হয়। আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবল হকের ৬৯তম জন্মদিন।

এর আগে, শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার।

বিডি প্রতিদিন/২৮ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর