শিরোনাম
২৯ মে, ২০১৬ ১১:৫৭

ঝিনাইদহে দিনদুপুরে ১৪ লাখ টাকা ছিনতাই

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দিনদুপুরে ১৪ লাখ টাকা ছিনতাই

গুলিবিদ্ধ ফারুক হোসেন

ঝিনাইদহ শহরের পূবালী ব্যাংকের সিঁড়ির ভেতর থেকে আজ ১০ টার দিকে হামদহ রেজাউল করিম ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেন (৪৫)’র মাথায় গুলি করে ১০ লাখ টাকা ও ৪ লাখ টাকার চেক ছিনতাই করা হয়েছে। এ সময় ছিনতাইকারীরা আতংক সৃষ্টির জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। স্থানীয়রা ফারুককে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। তবে পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ব্যাংক খোলার সাথে সাথে হামদহ রেজাউল করিম ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক ১০ লাখ টাকা ও ৪ লাখ টাকার চেক নিয়ে শহরের পায়রা চত্বরে অবস্থিত পূবালী ব্যাংকের ঝিনাইদহ শাখায় প্রবেশ করেন। এ সময় সিঁড়ির ভিতরে আসা মাত্রই ৬ জন ছিনতাইকারী পিস্তল দিয়ে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ফিলিং ম্যানেজার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় গুলি করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাথার বামপাশে লাগে। একপর্যায়ে পূবালীর গানম্যান টের পেয়ে ফায়ার করলে ছিনতাইকারীরা পাল্টা ফাঁকা গুলিবর্ষণ করে ২টি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, ছিনতাইকারীদের আটক ও টাকা উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে।


বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর