২৯ মে, ২০১৬ ১৩:০৯

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ শ্রমিকদের

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ শ্রমিকদের

দুই শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষের জেরে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ সকাল থেকে সকল প্রকার যাত্রীবাহী যানবাহন বন্ধ করে দিয়েছে তারা। 

গত ২৬ মে খাগড়াছড়ি শ্রমিক ইউনিয়নের ও চট্টগ্রামের নাজির হাট শ্রমিকদের মধ্যে গাড়ীর সিরিয়াল নেওয়া ও টিকেট কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এঘটনার কোন বিচার না হওয়া শ্রমিকরা আজ সকাল থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। 

খাগড়াছড়ির শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, শনিবার হাটহাজারী এলাকায় তাদের শ্রমিক মহিউদ্দিনকে নাজির হাট শ্রমিক সমিতির লোকজন বেদম মারধর করে। বর্তমানে আহত এ শ্রমিক হাসপাতালে রয়েছে। 

অন্যদিকে নাজিরহাট সমিতির নেতারা অভিযোগ করে বলেছেন, চট্টগ্রাম থেকে গাড়ী নিয়ে খাগড়াছড়ি আসলেই তাদের শ্রমিকদের মারধর করা হচ্ছে। 

এ বিষয়ে মালিক সমিতির নেতা হাজী খলিলুর রহমান খোকন জানান, দুই শ্রমিক সংগঠনের এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আপাতত খাগড়াছড়ি থেকে মানিকছড়ি পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।  এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

 

বিডি প্রতিদিন/ ২৯  মে ২০১৬/ হিমেল-১৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর