২৯ মে, ২০১৬ ১৪:০২

ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় সদর উপজেলা এলএসডি গুডান চত্বরে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্ভোধন করেন ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর জানান, ২৩ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে জেলায় ৮ হাজার ২ শ’ ৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাব্বের হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ অনেকে উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৬/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর