৩১ মে, ২০১৬ ১৭:৩৬

নেত্রকোনায় বিএনপি'র দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় বিএনপি'র দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশকে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার (৩১ মে) মামলা দায়ের করেছে কেন্দুয়া থানার পুলিশ। এদিকে মামলা ও পুলিশি হয়রানির ভয়ে সোমবার রাত থেকেই গা ঢাকা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দুয়া থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে বিএনপি'র আশিজন নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই-আড়াইশ জন নেতাকর্মীকে আসামি করে এ মামলা দায়ের করেন।
 
উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ''শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে আমরা শান্তিপূর্ণ শোক র‌্যালি বের করলে পুলিশ এতে তিনবার বাধা প্রদান করে। এক পর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপি'র প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।''

কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,  সোমবার বিকেলে বেআইনিভাবে বিএনপির নেতাকর্মীরা পৌর শহরে মিছিল বের করে। পুলিশ নিষেধ করলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে আটজন পুলিশ আহত হয়।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর