Bangladesh Pratidin

প্রকাশ : ১ জুন, ২০১৬ ১০:৫৩
আপডেট :
সিরাজগঞ্জে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জ জেলার সলঙ্গার দবিরগঞ্জ বাজার এলাকায় অজ্ঞাত এক পিকআপ ভ্যানের চাপায় জহরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামের মকরম আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, মোটর সাইকেলযোগে আম ও দুধ কিনতে দবিরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন জহুরুল ইসলাম। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow