Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১ জুন, ২০১৬ ১৬:২২
সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল আরিফুল হক (২৫) মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরিফুল হক জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, এ ব্যাপারে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কনস্টেবল আরিফুল হক ছুটিতে ছিলেন।


বিডি-প্রতিদিন/ ০১ জুন, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow