Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১ জুন, ২০১৬ ১৯:১৯
আপডেট :
লালমনিরহাটে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করছে মোটর শ্রমিক ইউনিয়ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করছে মোটর শ্রমিক ইউনিয়ন

মহাসড়কে থ্রিইলার-ইজিবাইক, নসিমনসহ অনিবন্ধনকৃত যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে পরিবহন চলাচল বন্ধ রেখে ৪৮ঘন্টার কর্মবিরতি পালন করছে লালমনিরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

বুধবার সকাল থেকে এ কর্মবিরতি পালন শুরু করেছে জেলা মোটর-শ্রমিক ইউনিয়ন।

বুধবার সকাল থেকে লালমনিরহাট হতে কোন বাস না ছাড়ায় এতে সাধারন যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।

লালমনিরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ জানান, সরকারী সিদ্ধান্ত মোতাবেক জাতীয় মহাসড়কে যে সব অনিবন্ধিত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও সে সব যানবাহন লালমনিরহাটের বড়বাড়ি হইতে বুড়িমারী পর্যন্ত মহাসড়কে চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।

তিনি আরো জানান, জেলার পরিবহন শ্রমিকরা সকাল থেকে পরিবহন বন্ধ রেখে দাবি আদায়ের লক্ষে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করছে। ৪৮ ঘন্টার মধ্যে দাবি পুরন না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন বলেও জানান তিনি। এছাড়া জেলা সদরসহ পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ ও আদিতমারী উপজেলায় এ কর্মবিরতী পালন করছে মোটর শ্রমিক ইউনিয়ন।

বিডি-প্রতিদিন/ ০১ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow