Bangladesh Pratidin

প্রকাশ : ২ জুন, ২০১৬ ২১:৪২
আপডেট :
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কাছে লাঞ্ছিত জেলা জর্জ কোর্টের জিপি
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কাছে লাঞ্ছিত জেলা জর্জ কোর্টের জিপি

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমদের কাছে লাঞ্ছিত হয়েছেন জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য ও জেলা জর্জ কোর্টের জিপি আলতাফুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার ফারহাত আহমদের কক্ষে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৭ টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি জরুরি সভা ডেকে এর প্রতিবাদ ও নিন্দা জানায়।

এ্যাড. আলতাফুর রহমান জানান, পুলিশ সুপার ফারহাত আহমদের কাছে একটি মামলার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এক পর্যায়ে পুলিশ সুপার অকথ্য ভাষায় গালি গালাজ করে ও রুম থেকে বের করে দেয়। পরে আমি তাৎক্ষনিক ভাবে জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করি।

পুলিশ সুপার ফারহাত আহমদ বিষয়টি স্বীকার করে বলেন, একটু মাথাটা গরম হওয়ার কারণে উনার সাথে খারাপ ব্যবহার হয়েছে। আমি বিষয়টির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow