Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৩ জুন, ২০১৬ ১০:৪১
আপডেট : ৩ জুন, ২০১৬ ১২:২৫
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিবাড়ী নামক স্থানে দুটি ট্রাকের সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের লাশ করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

মধুখালী থানার এস আই মনিরুজ্জামান জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে মধুখালী উপজেলার বাঘাট ইউনিয়নের মাঝিবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মাগুড়াগামী অপর একটি ট্রাক আঘাত করে। এতে ঘটনাস্থলেই দ্রুগগামী ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। নিহত ট্রাক চালকের নাম মো. মোশাররফ হোসেন ও সহযোগী হেলপার মো. আপেল। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের উদ্ধার করা হয়।

নিহতদের লাশ ফরিদপুরের করিম হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।

 

বিডি-প্রতিদিন/৩ জুন ২০১৬/শরীফ

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow