Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ৫ জুন, ২০১৬ ১৩:৩২
আপডেট :
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

আজ সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। শাজিম উপজেলার দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের কামাল উদ্দীনের ছেলে।
    
নিহতের বাবা কামাল উদ্দীন জানান, শুক্রবার সকালে তার বাড়িতে অটোরিকশা ভ্যান চার্জ দেয়া হচ্ছিল। এ সময় বাড়ির সকলের অজান্তে শিশুপুত্র শাজিম অটোরিকশা ভ্যানের চার্জার পিনে হাত দেয় এবং বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিডি প্রতিদিন/০৫ জুন ২০১৬/হিমেল-১৬

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow