Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৬ জুন, ২০১৬ ১৮:৩৮
খাগড়াছড়িতে বজ্রপাতে স্কুল শিক্ষক নিহত
মো: জহুরুল আলম, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বজ্রপাতে স্কুল শিক্ষক নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে দেওয়ানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজীব ধামাই (৪০) নিহত হয়েছেন।

সোমবার বিকেল ৪ টায় বজ্রপাতে নিহত হয়।

মাটিরাঙ্গা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুইমারা দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব ধামাই ও সহকারী শিক্ষিকা ইশরাত জাহান ইতি বিদ্যালয়ে টিফিন বিরতির সময় বিদ্যালয়ের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রাজিব ধামাই ঘটনাস্থলে মারা যান এবং সহকারী শিক্ষিকা ইশরাত জাহান ইতি গুরুতর আহত হন। আহত ইতিকে মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ০৬ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow