Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৬ জুন, ২০১৬ ২১:০৫
আপডেট :
রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শ্রমিক নিহত
রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:
রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সুমন মন্ডল (২৮) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন।  

আজ বিকালে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুমন মন্ডল স্থানীয় ফকির ফ্যাশন নামে পোশাক কারখানায় শ্রমিক বলে জানা গেছে। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার কুমারখালী এলাকার পুলিল বিহারী মন্ডলের ছেলে।  

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পারাপারের সময় দ্রুতগামী কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই সুমন মন্ডল মারা যান। পরে স্থানীয়দের সহযোগীতায় ঘাতক কাভার্ডভ্যান আটক করলেও চালক-হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।  

 

বিডি প্রতিদিন/০৬ জুন ২০১৬/হিমেল-২১

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow