Bangladesh Pratidin

প্রকাশ : ৯ জুন, ২০১৬ ০৮:১৯
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৩:০৬
গাইবান্ধায় 'বন্দুকযুদ্ধে' জেএমবি সদস্য নিহত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় 'বন্দুকযুদ্ধে' জেএমবি সদস্য নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত পরিচয় (৪০) জেএমবির সদস্য নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি জানান, চিহ্নিত জেএমবি ক্যাডার মো. জাহাঙ্গীর হোসেনের বাড়িতে কয়েকজন জেএমবি সদস্য সংগঠিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে জেএমবি সদস্যরা। এতে পুলিশ অত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এসময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক জেএমবি সদস্য নিহত হন।

ওসি মোজাম্মেল হক আরও জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow